বৃহস্পতিবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বললেন, অনেকেই নেতিবাচক কথা বলেন, কিন্তু ইতিবাচক দিকগুলোও বলা দরকার।
“এখন টিকা নেওয়াটা সবার জন্য জরুরি হয়ে গেছে। যারাই এর সঙ্গে জড়িত আছেন (টিকাদান কার্যক্রম) তাদেরকে আমার তরফ থেকে স্যালুট।”
করোনাভাইরাসের টিকা নিতে বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। ছবি: মাহমুদ জামান অভি
২৩ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই তাদের জন্য টিকা নেওয়ার ব্যবস্থা করেছে বিসিবি।তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাঈম শেখ, সৌম্য সরকার, নাসুম আহমেদসহ কয়েকজন খেলোয়াড় সকালে টিকা নিতে কুর্মিটোলায় যান।
বেলা ১০টার দিকে বিসিবির কোচিং স্টাফরাও হাসপাতালে পৌঁছান। কিছুক্ষণ পর সৌম্য সরকার পৌঁছান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। তামিমও এসেছিলেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও এসময় উপস্থিত ছিলেন।
জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ করোনাভাইরাসের টিকা নিতে বৃহস্পতিবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান। ছবি: মাহমুদ জামান অভি
টিকা নেওয়ার পর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল।তিনি বলেন, “এখানে আমার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। শুধু আমার না, বন্ধু, পরিবারের সদস্য যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছেন, তাদেরও টিকা দেওয়ার প্রসেসটা খুবই ভালো ছিল।”
টিকাদান কার্যক্রমে যুক্ত সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “বিয়ষটা নিয়ে যদি একটু জানা যায়, বা কেউ যদি আপনাকে বোঝায়, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমরা আসলে লাকি যে টিকাটা আমরা পাচ্ছি। উন্নত অনেক দেশেও এই পরিমাণ টিকা এখনও দেওয়া হচ্ছে না।”
মন্তব্য করুন