1. abunayeem175@gmai.com : Abu Nayeem : Abu Nayeem
  2. sajibabunoman@gmail.com : abu noman : abu noman
  3. asikkhancoc085021@gmail.com : asik085021 :
  4. nshuvo195@gmail.com : Nasim Shuvo : Nasim Shuvo
  5. nomun.du@gmail.com : Agri Nomun : Agri Nomun
  6. rajib.naser@gmail.com : Abu Naser Rajib : Abu Naser Rajib
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন

লকডাউনে বিনামূল্যে গরিবের ঘরে খাবাব পৌঁছে দিচ্ছেন নাফিসা (ভিডিও)

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।

করোনায় মৃত্যুভয়ের পাশাপাশি লকডাউনে কাজ করতে না পেরে না খেয়ে মরার ভয়ে গরিব-দুঃখীরা। দেশের এমন পরিস্থিতিতে কর্মহীন দিনমজুরদের ক্ষুধার আগুন নেভাতে এগিয়ে এসেছেন নাফিসা আনজুম খান।

সিএনজিতে করে নিত্যপ্রয়োজনীয় খাবারের প্যাকেট নিয়ে গবির-অসহায়দের ঘরে ছুটে যাচ্ছেন তিনি। আর্ত মানবতার সেবায় তার এই কাজ দেশজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছে। তার সঙ্গে মানবিক এই কাজে যোগ দিয়েছেন অনেকেই।

গত ১১ এপ্রিল নিজের ফেসবুক ওয়ালে একটি ঘোষণা দেন নাফিসা। প্রথম রমজান থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগের কথা জানান।

তিনি লেখেন, আগামী ১৪ই এপ্রিল থেকে আমার সিএনজি অটোরিকশা নিয়ে আমি থাকবো আপনার ঘরে খাবার পৌঁছে দেয়ার দায়িত্বে।৭-১০ দিনের বাজার সামগ্রী বিনামূল্যে পৌঁছে যাবে আপনার ঘরে।

তার আকস্মিক এই ঘোষণাটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

জানা গেছে, নাফিসার এ মহতী উদ্যোগে শুরুতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার পরিবার ও পরিচিতজনরা।

বর্তমানে অনেকেই নাফিসার মাধ্যমে করোনাকালীন সময়ে অসহায়দের পাশে এসে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

সবার কাছ থেকে সহযোগিতা পাওয়া অর্থ দিয়ে চাল, ডাল, তেল, আলু, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধসহ সময় উপযোগী খাদ্যসামগ্রী কিনে পৌঁছে দেন তিনি।

শুধু ঢাকা নয়; অসহায়েদের ক্ষুধার জ্বালা মেটানে ঢাকার বাইরেও পৌঁছে যায় নাফিসার সিএনজি।

নাফিসা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে স্নাতকোত্তর করছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।