1. abunayeem175@gmai.com : Abu Nayeem : Abu Nayeem
  2. sajibabunoman@gmail.com : abu noman : abu noman
  3. asikkhancoc085021@gmail.com : asik085021 :
  4. nshuvo195@gmail.com : Nasim Shuvo : Nasim Shuvo
  5. nomun.du@gmail.com : Agri Nomun : Agri Nomun
  6. rajib.naser@gmail.com : Abu Naser Rajib : Abu Naser Rajib
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন

ঐশ্বরিয়ার সঙ্গে কখন বন্ধুত্ব ও প্রেম হয় অভিষেকের

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ঐশ্বরিয়া-অভিষেক বলিউডের আলোচিত দম্পতিকে নিয়ে কৌতুহলের শেষ নেই। তাদের বন্ধুত্ব, প্রেম ও বিয়ে নিয়ে নানা গল্প সিনেমাপ্রেমীদের কাছে নানাভাবে আলোচিত হয়।

সোমবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

খবরে বলা হয়, অভিষেকের ঘরে কেন সুন্দর বউ? তা নিয়ে কদিন আগেই দারুণভাবে ট্রোল হয়েছেন অভিষেক বচ্চন। অবশ্য তা নিয়ে খুব একটা মাথা ঘামাননি তিনি। তার চেয়ে বরং ঐশ্বরিয়া রাইয়ের ভালোবাসাটাই তার কাছে মুখ্য বিষয়।  আজও সেই বন্ধুত্ব ও প্রেমকে প্রতিদিন সেলিব্রেট করছেন অভিষেক।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেকের নতুন ছবি ‘দ্য বিগ বুল’৷ ইতিমধ্যেই এই ছবি নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে৷ মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে৷

ঠিক কোন সময় ঐশ্বরিয়ার প্রতি প্রেম জেগেছিল অভিষেকের মনে-‍এমন প্রশ্নের জবাবে এক সাক্ষাৎকারে অভিষেক বলছেন, ঐশ্বরিয়ার সঙ্গে আমার প্রথম ছবি ‘ঢাই অক্ষর প্রেম কে’৷ তখন থেকেই আমাদের মধ্যে বন্ধু্ত্ব শুরু হয়েছিল। তবে প্রেম হল ‌‌‘উমরাও জান’ ছবির শুটিং থেকেই৷ আসলে বিধাতাই চেয়েছিলেন ঐশ্বরিয়া ও আমার মিলন।”

হোলির দিন এক পুরনো ছবি আপলোড করেছিলেন অভিষেক, যা দেখে ভার্চুয়ালবাসী দু’জনের আবেগের পরিমাপটা কিছুটা হলেও আন্দাজ করেছেন।

ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছিলেন, সেখানে দেখা গিয়েছে আবিরে রঙে রেঙে উঠেছেন তিনি৷ সঙ্গে মেয়ে আরাধ্য ও ঐশ্বরিয়া৷ রংখেলা এতটাই ক্লান্ত যে মাঠের মধ্যেই শুয়ে পড়েছেন অভিষেক। তবে মাথাটা তার স্ত্রী ঐশ্বরিয়ার কোলেই৷ তবে ছবিতে ঐশ্বরিয়ার মুখ দেখা যায়নি। কিন্তু অভিষেকের চোখে রং মাখা স্ত্রীয়ের মুখের ঝলক দেখা গিয়েছে ভালোবাসা মাখা হাসিতেই৷

এই ছবি শেয়ার করে অভিষেক লিখেছিলেন, ‘এটা সেই সময়ের ছবি যখন সময়টা ছিল কেয়ারফ্রি। হ্যাপি হোলি সবাইকে৷ সবচেয়ে সুন্দর রঙিন এই ফেস্টিভ্যাল৷ রং খেলুন, তবে সাবধানতা মাথায় রেখে৷ কোভিডের বিধি নিষেধ মেনে৷ ঘরেই থাকুন, গুজিয়া খান, গুরুজনদের আর্শীবাদ নিন৷ ভালো থাকুন৷’

linkedin sharing button

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।