1. abunayeem175@gmai.com : Abu Nayeem : Abu Nayeem
  2. sajibabunoman@gmail.com : abu noman : abu noman
  3. asikkhancoc085021@gmail.com : asik085021 :
  4. nshuvo195@gmail.com : Nasim Shuvo : Nasim Shuvo
  5. nomun.du@gmail.com : Agri Nomun : Agri Nomun
  6. rajib.naser@gmail.com : Abu Naser Rajib : Abu Naser Rajib
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৮:০৩ পূর্বাহ্ন

বাপ্পি লাহিড়ী হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

গ্লিটজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

“অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও ওষুধে সাড়া মিলছে। তিনি ভালো হয়ে উঠছেন।” বাপ্পি লাহিড়ীর শারীরিক অবস্থা সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে এভাবেই বললেন তার ছেলে বাপ্পা লাহিড়ী।

শুক্রবার বাপ্পা আরও বলেন, “আজ তিনি বেশ ভালো আছেন। প্রফুল্ল চিত্তে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন।”

“আইসোলেশন’-এ থাকাটাই তার জন্য বেদনার। তাকে আনন্দে রাখতে আমরা মাঝে মাঝেই ভিডিও কল করি। যাতে তিনি আমাদের দেখতে পারেন। আর সেটাই তাকে আনন্দে রাখে।” বললেন বাপ্পা।

৬৮ বছর বয়সি এই সুরকার ও সংগীত শিল্পীর দেহে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

লাহিড়ীর মেয়ে রেমা লাহিড়ী’র ভাষ্য অনুযায়ী, “তার (বাপ্পি লাহিড়ী) মধ্যে সংক্রমণের লক্ষণ কম দেখা দিলেও বয়সের কারণে আগাম সতর্কতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

এদিকে বাপ্পি লাহিড়ীর সুস্থতা কামনা করে ভারতের নাইটিঙ্গেল খ্যাত লতা মঙ্গেশকর বলেন, “শিশু বাপ্পিকে কোলে নিয়েছি। তার বাবার (অপ্রেশ লাহিড়ী) সঙ্গে গান করেছি। তখন থেকেই তারা আমার পরিবারের অংশ হয়ে গিয়েছে। বাপ্পির অসুস্থতা আমাকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।