1. abunayeem175@gmai.com : Abu Nayeem : Abu Nayeem
  2. sajibabunoman@gmail.com : abu noman : abu noman
  3. asikkhancoc085021@gmail.com : asik085021 :
  4. nshuvo195@gmail.com : Nasim Shuvo : Nasim Shuvo
  5. nomun.du@gmail.com : Agri Nomun : Agri Nomun
  6. rajib.naser@gmail.com : Abu Naser Rajib : Abu Naser Rajib
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ১০:২১ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়া আবার একসঙ্গে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ তহবিলে সাহায্য করবেন তারা। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা এবং করোনা মোকাবিলায় কি করা যেতে পারে সে বিষয়ে কথা বলবেন প্রিয়াঙ্কা।

ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম-এর জন্য এই অনুষ্ঠান তাদের। অনুষ্ঠানে আরও থাকবেন লেডি গাগাসহ হলিউডের অন্যান্য অভিনেতারাও। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

প্রিয়াঙ্কা চোপড়া নিজে ট্যুইট করে জানিয়েছেন এই খবর। তিনি জানান, সকলে বাড়িতে থেকে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করুন। এবং সেইসঙ্গে যেসব স্বাস্থ্যকর্মীরা সম্মুখ সমরে লড়ছেন তাদের প্রতি সম্মান জানাতেই গ্লোবাল সিটিজেন মুভমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

তবে কোনও স্টেজ নয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং যেহেতু সকলেই এখন গৃহবন্দি তাই পুরো অনুষ্ঠানটি হবে বাড়ি থেকেই। সবাই লাইভে অংশ নেবেন। থাকবেন ডেভিড বেকহ্যামও। বাড়ি থেকে নজর রাখুন আপনিও।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।